স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ের স্বীকার হয়েছে বাংলাদেশ। আম্পায়ারের ভুলে ৪ রান থেকে বঞ্চিত হয়েছে তারা। আর এই ৪ রানের প্রোটিয়াদের কাছে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে ম্যাচ হারের কারণ হিসেবে আম্পায়ারকে কাঠগড়ায় তুললেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।
বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহ রিয়াদের পায়ের লেগে চলে যায় বাউন্ডারিতে। প্রোটিয়াদের এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মাহমুদউল্লাহ রিভিউ নিতেও বেশি দেরি করেননি। রিভিউয়ে দেখা যায়, বল চলে যেত লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউয়ে বদলে গেলেও কোনো রান যোগ হয় না। ৪ রান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। আর শেষ পর্যন্ত এই চার রানেই ম্যাচ হেরে বসে টাইগাররা।
রিয়াদকে দেওয়া ভুল আউটের সিদ্ধান্ত এবং ৪ রান না পাওয়ার আক্ষেপে পুড়ছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ তিনি এ বিষয়ে লিখেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে ভুলভাবে এলবিডব্লিউ আউট দেয়া হয়েছিল, লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত পাল্টেছিল। কিন্তু বাংলাদেশ চারটি রান পায়নি। কারণ, একবার যখন ব্যাটারকে আউট দেয়া হয় তখন বল ডেড হয়, যদি সেটা ভুলভাবেও দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে ম্যাচটি। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য খারাপ লাগছে।’
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post