স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। দুই লেগেই তারা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে হারায়। সেমিতে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়তে হবে তাদের।
এদিকে সিটি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারায়। প্রতিপক্ষের মাঠে জয় না পেলেও ১-১ গোলে ড্র করে তারা। প্রথম লেগে জয় থাকায় সেমিফাইনাল নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের। এ নিয়ে টানা তৃতীয়বার ইউরোপ সেরার মঞ্চের শেষ চার নিশ্চিত করেছে সিটি।
গতবার সিটিজেনরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-৫ হেরে ফাইনাল খেলতে পারে নি। এবার সেই রিয়ালের সামনে প্রিমিয়ার লিগের জায়ান্টরা। তবে এবার বের্নার্দো সিলভা রিয়ালকে পাত্তাই দিচ্ছেন না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবার সিটিকেই দেখতে পাচ্ছেন পর্তুগিজ মিডফিল্ডার।
বায়ার্নের বিপক্ষে ম্যাচ শেষে সিলভা বলেন, ‘আমরা জানি, এই টুর্নামেন্টে রিয়ালের সঙ্গে লড়াই কতটা কঠিন। তবে আমরা চেষ্টা করব। অবশ্যই করব। আমরা সবসময়ই চেষ্টা করি। তবে আমাদের মনে হচ্ছে, এই মুহূর্তে দল দারুণ আত্মবিশ্বাসী। আমার মনে হয়, আমরাই যাব (ফাইনালে)। কঠোর পরিশ্রম করেই এবার শিরোপা ঘরে আনতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post