স্পোর্টস ডেস্কঃ গত বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল তিনটি ম্যাচ খেলেছে। তবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই তিন ম্যাচের কোনোটিতে দলে ছিলেন না নেইমার জুনিয়র। তবে সম্প্রতি পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়া এই তারকা ফিরেছেন জাতীয় দলে।
আগামী মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ব্রাজিল। আর সেই বাছাইয়ের দলে নেইমারের ফেরাটা একরকম নিশ্চিতই ছিল। কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। সূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর ৪ দিন পর প্রতিপক্ষ পেরু।
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ দু’টির দল শুক্রবার রাতে ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দিনিজ। ২৩ সদস্যের দলে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম থিয়াগো সিলভা, রাফিনহা, লুকাস পাকেতা ও এদের মিলিতাও। সিলভা গত বিশ্বকাপের পরে চোটের কারণে খেলেন নি জাতীয় দলে।
এদিকে পাকেতা শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ পড়েছেন বলে জানিয়েছেন দিনিজ। আর লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার এদের মিলিতাও। স্প্যানিশ ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছেন, অস্ত্রোপচার করাতে হবে মিলিতাওয়ের। তাই ব্রাজিল পাচ্ছে না অভিজ্ঞ এই ডিফেন্ডারকে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ২টি।
ব্রাজিল দল-
গোলকিপার: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ও বেন্তো (আতলেতিকো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি( মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস( আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি) ও নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি ( ম্যানচেষ্টার ইউনাইটেড) ও ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post