স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়ছেন কিলিয়ান এমবাপে, সেটা নিজেই এবারের মৌসুম শেষে ঘোষণা দিয়েছিলেন। তার সম্ভাব্য গন্তব্য কী হতে পারে, সেটাও দর্শকদের মনে অজানা ছিল না। রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছিল এমবাপের পরবর্তী ঠিকানা, সেটা এক প্রকার নিশ্চিত ছিল। সেই নিয়শ্চতায় সিলমোহর দিয়েছেন এবার দলবদল নিয়ে খোঁজখবর রাখা জনপ্রিয় সাংবাদিক ফ্র্যাবিজিও রোমানো।
রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদেই আসছেন। এমনকি ফরাসি তারকা চুক্তিও করে ফেলেছেন সদ্যই ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটির সাথে। এখন সব কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এই সপ্তাহেই সেই কাঙ্খিত ঘোষণা আসতে চলেছে।
এমবাপেকে দলে ফেরানোর প্রতিটি কাগজেই সই করা হয়ে গেছে দুই পক্ষের। সব ডকুমেন্ট একদম প্রস্তুত। সান্তিয়াগো বার্নাব্যুতে এখন বাকি শুধু এমবাপেকে বরণ করে নেওয়া। নিশ্চিতভাবেই ফুটবল বিশ্বকাপের নজর সেখানে থাকবে। টনি ক্রুসের মতো তারকার বিদায়ের বেলায় নতুন একটা সুসংবাদই দিতে চলেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে নাম লেখান এমবাপে। পরের মৌসুমেই রেকর্ড ট্রান্সফার ফি’তে পাকাপোক্তভাবে নাম লেখান দলটিতে। এরপর থেকে সাত বছরে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (২৫৫) বনে গেছেন। অসংখ্য ম্যাচ জিতিয়েছেন ফ্রান্সের দলটিকে। যদিও বেশ কয়েকবারই গুঞ্জন জোরালো হয়েছিল এমবাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন।
তবে নানানভাবে তাঁকে রাখার চেষ্টা করে ক্লাব কর্তৃপক্ষ। এমনকি এমবাপেকে ফ্রান্সে রাখতে, সেই দেশের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো পর্যন্ত আলোচনায় বসেন তার সাথে, বলে গুঞ্জন রয়েছে। তবে এবার আর যে সেসবের কিছুই হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিতই বলা যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post