স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদে শেষ হলো করিম বেনজেমার অধ্যায়। ফরাসি তারকা মাদ্রিদের জার্সিতে শেষ ম্যাচেও ছিলেন উজ্জ্বল। পিছিয়ে পড়া রিয়ালকে হারের হাত থেকে বাঁচিয়ে প্রিয় ক্লাবের জার্সি খুলে রাখলেন তিনি।
বেনজেমা আগেই জানিয়ে ছিলেন, তিনি আর রিয়ালে থাকছেন না। কোথায় হচ্ছে তা পরবর্তী গন্তব্য সেটা নিয়ে যদিও এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। তবে জানা গেছে, সৌদীর আরবেই পাড়ি দিচ্ছেন তিনি। প্রো লিগের ক্লাব আল ইতিহাদ বড় অঙ্কের অফার দিয়ে ফরাসি তারকাকে নিজেদের শিবিরে ভেড়াচ্ছে।
ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদীর ফুটবলে। আল নাসরের এখন বড় তারকা তিনি। মেসিও নাম লেখাচ্ছেন আরব দেশে। আল হিলাল হতে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য। রিয়াল মাদ্রিদের তারকা বেনজেমারও মেসি-রোনালদোর সঙ্গী হচ্ছেন। আল ইতিহাদেই যাচ্ছেন তিনি। রিয়ালের আরেক তারকা লুকা মদ্রিচও ক্লাব ছাড়ছেন। তারও গন্তব্য হতে যাচ্ছে সৌদীর ক্লাব।
শিরোপার দৌড়ে বার্সার কাছে হেরে যাওয়া রিয়াল মৌসুমের শেষ ম্যাচেও হারতে বসেছিলো। দুই পেনাল্টির ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে মাদ্রিদরা। রিয়ালের এই ‘ড্র’য়ে করিম বেনজেমার সঙ্গে সমান কৃতিত্ব গোলরক্ষক থিবো কোর্তোয়ার। বিলবাওয়ের পেনাল্টি রুখেছেন, নয় শটের আটটিই ঠেকিয়ে দিয়েছেন। পিছিয়ে রিয়াল মাদ্রিদ শেষ তাই হার এড়িয়ে মাঠ ছেড়েছে।
ম্যাচের ১০তম মিনিটে পরপর দু’টি পেনাল্টি সেইভ করেছেন দু’দলেই গোলরক্ষক। আক্রমণ পাল্টা আক্রমণের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। প্রথমার্ধ শেষ হয় তাই গোল শুন্য সমতায়।
বিরতির পরই বিলবাও লিড নেয়। ম্যাচের ৪৯তম মিনিটে ওহীন স্কিনেটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ ম্যাচ ফিরতে বেশি কিছু সময় নেয়। ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে করিম বেনজেমা সমতা ফেরান ১-১ গোলের। ম্যাচের বাকী সময় কোনো দল গোল না পাওয়াতে পয়েন্ট ভাগ করেই লিগ শেষ করে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post