স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে স্বপ্নের মত অভিষেক হলো কিলিয়ান এমবাপের। আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল কার্লো আনচেলত্তির দল। অভিষেক ম্যাচেই গোল করেছেন এমবাপে। এর মাধ্যমে সবচেয়ে বেশিবার উয়েফা সুপার কাপ জয়ের রেকর্ড নিজেদের করে নিল ইউরোপের সফলতম দলটি।
পোল্যান্ডের ওয়ারশতে বুধবার স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন ফেদে ভালভার্দে। পরে গোল করেন এমবাপে। ঘড়ির কাঁটা যখন ১ ঘণ্টা স্পর্শ করছে, তখনই গোল পেয়ে যায় রিয়াল। জুড বেলিংহ্যামের পাস বক্সে খুঁজে পায় ভিনিসিয়ুস জুনিয়রকে। বাঁ দিক থেকে আসা সেই বলটা ফাঁকায় পেয়েছিলেন ভালভার্দে। সেখান থেকেই আসে প্রথম গোল। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বেলিংহ্যামের পাসে বক্সের ভেতর থেকেই ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০