স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের হয়ে সাম্প্রতিক সময়ে রিশাদ হোসেন বেশ সাফল্য পেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়ে নতুন করে আলোচনায় এই লেগ স্পিনার। বাংলাদেশের লেগ স্পিনার অভাব ঘুচিয়ে দেওয়ার পাশাপাশি, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আলোচনার খোরাক করেছেন এই ক্রিকেটার। চলমান বিশ্বকাপে টাইগারদের সফলতার অন্যতম কারিগরকে নিয়ে এবার সতর্ক অস্ট্রেলিয়াও।
সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২১ জুন, শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচ খেলবে বাংলাদেশ। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৬টায়। সেই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড জানিয়েছেন, তাদের রিশাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তবে আক্রমণাত্বক হবে তার উপর।
টিম ডেভিড বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপের প্রকৃতিই এটা। তাই নয় কি! আপনি প্রতিটি দলের বিপক্ষে একবার করে খেলতে পারবেন। আপনি যদি ফাইনালে খেলেন তাহলে আপনি হয়তো একটি দলকে দু’বার পেতে পারেন। তাই অনেকের বিপক্ষেই অনেকের খেলা হয় না। আপনি তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগও পাবেন না। আমি মনে করি না, আমাদের দলের কেউ তার (রিশাদ হোসেনের) বিপক্ষে খেলেছি। আমরা তার উপর আক্রমণাত্বক হব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post