স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগে হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে আলোচনায় আসেন রুমানা আহমেদ। জাতীয় নারী দলের এই অলরাউন্ডার এক পোস্টে লেখেন, ‘নো মোর ক্রিকেট’। সবাই ভেবে নিয়েছিল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
যদিও পরবর্তীতে গণমাধ্যমকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সব খোলাসা করবেন। এসবের মাঝেই, বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক পড়ে রুমানার। এই ডানহাতি ক্রিকেটারের সাথে আলোচনায় বসেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল ও নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
এই বৈঠকে রুমানাকে আচরণবিধি স্মরণ করিয়ে দেওয়া হয়। একইসাথে তাকে বুঝানোর চেষ্টাও করা হয়। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে তিনি এভাবে হুট করে কিছু করতে পারেন না, সেটা জানানো হয়। একইসাথে এই স্ট্যাটাসের পেছনে অভন্ত্যরীণ যে মূল কারণ রয়েছে, সেটির যথার্থ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় বিসিবির পক্ষ থেকে।
জানা গেছে, রুমানাও নিজের ভুল বুঝতে পেরেছেন। অবসর যে যাচ্ছেন না, সেটিও বিসিবিকে অবহিত করেছেন তিনি। এই ক্রিকেটারকে সামনে আরও খেলায় দেখা যাবে। রুমানাকে কোচ ও নির্বাচকদের সাথে সবসময় যোগাযোগ রাখতেও বলা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post