নিজস্ব প্রতিবেদকঃ টানা হারের বৃত্ত ভাঙল ঢাকা ক্যাপিটালস। চলতি বিপিএলে আজ প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। রোববার সিলেটে ১৪৯ রানের বড় ব্যবধানে জিতেছে তারা। আগে ব্যাট করে রেকর্ড ২৫৪ রানের পুঁজি পায় ঢাকা। জবাব দিতে নেমে দুর্বার রাজশাহী অলআউট হয় ১০৫ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রেকর্ড ওলটপালট করে দিয়েছেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। দুজনের রেকর্ড জুটিতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ পায় ঢাকা। দুই ওপেনারই হাঁকান সেঞ্চুরি। এটিও বিপিএল ইতিহাসের আরেকটি রেকর্ড। এরপর বল হাতে ঢাকার বোলাররা দলকে এনে দেন রেকর্ডগড়া এক জয়। বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয় এখন ঢাকার। আগের রেকর্ড ১১৯ রানের, ২০১২–১৩ মৌসুমে সিলেট রয়্যালসের বিপক্ষে চিটাগাং কিংসের।
রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারায় রাজশাহী। রায়ান বার্লের ৪৭ রান শুধু হারের ব্যবধান কমিয়েছে। ইয়াসির আলী খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানের ইনিংস। ঢাকাকে রেকর্ডগড়া জয় এনে দিতে বোলিংয়ে আবু জায়েদ, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও ফরমানউল্লাহ সাফি ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রেকর্ডের বন্যা বইয়ে দেন লিটন-তামিম জুটি। দুজনের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড পুঁজি পায় ঢাকা।
লিটন ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন এবং তার সঙ্গে তামিমও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন। তামিম ৬২ বলে সেঞ্চুরি করেন, শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৮ রানে আউট হন। তাদের জুটিতে ঢাকা ক্যাপিটালস বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে, রাজশাহীর সামনে ২৫৪ রানের বিশাল লক্ষ্য রেখে ২০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন লিটন-তামিমের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তামিম এবং লিটন আজ করেছেন ২৪১ রান। এই জুটিই ভেঙেছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এদিকে বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০