স্পোর্টস ডেস্ক:: গোল পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তাই জেতা হয়নি তার দলের। টেবিল তলানির দল আল ফায়হা রুখে দিয়েছে আল নাসরকে। সৌদী প্রো লিগে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে সি আর সেভেনের দলকে।
দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোল শুন্য সমতায়। রোনালদোরা একের পর এক আক্রমণ করেও টেবিলের দশ নম্বরে থাকা আল ফায়হার জালের দেখা পাননি।
এই ‘ড্র’য়ে শীর্ষ স্থানে উঠার সুযোগ হাতছাড়া হলো আল নাসরের। রোনালদোর দল ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৫৩। আল ফায়হা ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে।
ম্যাচের শুরু থেকেই নিষ্প্রাণ ছিলো রোনালদোরা। দুই দলের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়। গোলের জন্য কোনো দলকেই অতটা মরিয়ে হতে দেখা যায়নি।
দ্বিতীয়ার্ধে আল নাসর আক্রমণ কিছুটা বাড়ায়। তবে তা গোলের জন্য যথেষ্ট ছিলো না। শেষ পর্যন্ত তাই ‘ড্র’ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post