স্পোর্টস ডেস্কঃ কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করল আল নাসের। জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদোদের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি হারিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছে সৌদি আরবের একাধিক সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার এক বিবৃতিতে কোচকে বরখাস্তের খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গার্সিয়াকে ছাঁটাইয়ের খবর নিশ্চিত করে আল নাসের এক বিবৃতিতে লিখেছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আল নাসর প্রধান কোচ রুডি গার্সিয়ার সরে যাওয়ার খবর নিশ্চিত করছে। বোর্ড ও আল নাসেরের সবাই রুডি এবং তাঁর স্টাফদের শেষ আট মাসের কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে।’
গত বছরের শেষ দিনে রোনালদোকে দলে টানে আল নাসের। নতুন লিগে এই তারকা ফরোয়ার্ড ভালো খেললেও তার দল সম্প্রতি নেই ছন্দে। লিগে নিজেদের সবশেষ চার ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে কেবল ৭ পয়েন্ট পেয়েছে তারা। সবশেষ গত সোমবার সৌদি প্রো লিগের ম্যাচে আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে টেবিলের শীর্ষ থেকে ছিটকে যায় রোনালদোরা।
ম্যাচ শেষে রোনালদোর পারফর্ম্যান্স নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন কোচ গার্সিয়া। এরপরই পর্তুগিজ মহাতারকা বলেছিলেন, গার্সিয়ার কৌশল পছন্দ নয় তার। যার রেশ ধরেই গুঞ্জন ওঠে গার্সিয়াকে ছাটাইয়ের। শেষ পর্যন্ত তাই ঘটেছে। লিগে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসের। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post