স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিস করলেন, ম্যাচে লাল কার্ডও এলো। এমন উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকার ভাগ্যে জিতেছে পর্তুগাল। কস্তার দুর্দান্ত সেইভে স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা।
স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালকে গোলের জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোলের দেখা পায়নি পর্তুগিজরা। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।
বিরতির পর রোনালদোরা আক্রমণের ধার বাড়িয়ে দেন। তবুও রক্ষণাত্মক খেলা স্লোভেনিয়ার ডিফেন্সে তারা চিড় ধরাতে পারেননি। নির্ধারিত সময়ে গোল শুন্য সমতায় থাকা ম্যাচ তাই গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১০৫তম মিনিটে ম্যাচ এগিয় যাওয়ার দারুণ সুযোগ পায় পর্তুগাল। তবে পেনাল্টি থেকে গোল আদায় করতে পা্রেননি সিআর সেভেন। এর মিনিট খানেক পরেই স্লোভেনিয়ার মাতজাক লাল কার্ড দেখেন। দশ জনের দলে পরিণত হয় স্লোভেনিয়া।
প্রতিপক্ষ একজন কম নিয়ে খেললেও রোনালদোরা অতিরিক্ত সময়েও ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি। পাননি গোলের দেখা। অতিরিক্ত সময়েও ম্যাচ থেকে যায় অমিমাংসিত। রেফারি তাই ম্যাচের ফলাফলে আশ্রয় নেন টাইব্রেকার ভাগ্যের। যে যাত্রায় নিজেদের প্রথম তিন শটের সবগুলোতই গোল করে পর্তুগাল।
পর্তুগিজদের প্রাচীর হয়ে দাঁড়ান কস্তা। স্লোভেনিয়ার প্রথম তিন শটের সবক’টিই রুখে দেন তাই। পেনাল্টি ভাগ্যে জেতে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে পর্তুগাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post