স্পোর্টস ডেস্ক:: ইউরোপ ছেড়ে ভিন্ন দেশে পাড়ি জমানোতে মেসি, রোনালদো-নেইমারদের লড়াই আর দেখা হয় না সমর্থকদের। তবে এবার সেই লড়াই দেখার সুযোগ হচ্ছে। সৌদী আরবে পাড়ি দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর, নেইমারের আল হিলালের বিপক্ষে খেলবেন লিওনেল মেসি।
ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেজর লিগের দলটি এবার আল হিলাল ও আল নাসরের বিপক্ষে খেলবে। সমর্থকেরা তাই আবারো দেখবেন মেসি-রোনালদো দ্বৈরথ্য।
মেজর লিগের দল ইন্টার মায়ামি, সৌদী প্রো লিগের দল আল হিলাল ও আল নাসরকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সিজন কাপ। ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি। ম্যাচ দু’টিই খেলবেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন অধিনায়ক রোনালদোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজেই জানিয়েছেন এমন উচ্ছ্বাসের কথা
আল নাসর ও আ হিলালের বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন জানিয়ে মেসি এক পোস্টে লিখেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post