স্পোর্টস ডেস্ক:: ৪১৫ রানের টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে আফগানরা। তবে সিরিজের শেষ ম্যাচে তুলে নিয়েছে দারুণ এক জয়।
আগে ব্যাট করা আফগানিস্তান গুরবাজ ও জাজাইয়ের ব্যাটে ২০৯ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা শ্রীলঙ্কা থেমেছে ২০৬ রানে। ইনিংসের শেষ বলে ছক্কা হজম করলেও জয়ের আনন্দে ভেসেছেন আফগান ক্রিকেটাররা।
লঙ্কা সফরে ওয়ানডে সিরিজ হারের পর টি-২০ সিরিজও হারে আফগানিস্তান। তবে সিরিজের শেষ ম্যাচটি জিতে টানা আট হারের পর জয়ের মুখ দেখলো দলটি।
ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে দারুণ শুরু পায়। উদ্বাধনী জুটি থেকেই দলটি তুলে নেয় ৮৮ রান। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন গুরবাজ। ৪৩ বলে সাত চার ও এক ছক্কায় সাজান নিজের ইনিংসটি।
আরেক ওপেনার হযরতুল্লাহ জাজাই ৪৫ রান করে ফিরেন সাজঘরে। ২২ বলের ইনিংসে ছয় চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৬ রান করে সংগ্রহ করে অপরাজিত ছিলেন নবী ও ইসহাক। তাতেই আফগানিস্তানের হয়ে ৫ উইকেটে ২০৯ রান।
শ্রীলঙ্কার হয়ে পাথিরানা ও আকিলা ধনাঞ্জয়া ২টি করে উইকেট লাভ করেন।
২১০ রানের টার্গেটে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতেই ওপেনার কুশল মেন্ডিসকে হারয়। তবে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়ার আগে খেলেন দারুণ এক ইনিংস।আট চার ও দুই ছক্কায় ৩০ বলে করেন ৬০রান। ২৩ রান করেন সাদিরা সামাবিক্রমা।
কামিন্দু মেন্ডিস ব্যাট হাতে লড়াই করেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকেছেন ৬৫ রানে। ৩৯ বলের ইনিংস সাজিয়েছেন সাত চার ও দুই ছয়ে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২০৬ রানে থামে দলটি।
আফগানিস্তানের হয়ে নবী ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post