স্পোর্টস ডেস্ক:: প্রথমার এশিয়া কাপ খেলতে আসা নেপালকে উড়িয়ে দিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া হাফ সেঞ্চুরিতে নেপালিদের দেওয়া টার্গেট হেসে-খেলেই টপকে গেছে ভারত। তুলে নিয়েছে ১০ উইকেটের বড় জয়।
টস হেরে আগে ব্যাট করতে নামা নেপাল ২৩০ রান তুলেছিলো। বারবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের টার্গেট দাঁড়ায় ১৪৭ রান।
ছোট টার্গেটে খেলতে নামা ভারত উদ্বোধনী জুটিতেই ম্যাচ শেষ করে দেয়। ২০.১ ওভারেই ম্যাচ শেষ করে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। দু’জনেই হাফ সেঞ্চুরি হাঁকান। ছয় চার ও পাঁচ চারে ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আরেক ওপেনার শুভমান গিল ৬২ রান করেন ৬৭ বলে। আট চার ও এক ছক্কায় সাজান নিজের ইনিংসটি।
নেপালের ৬ জন বোলার হাত ঘুরালেও উইকেটের দেখা পাননি।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা নেপাল আসিফ শেখের হাফ সেঞ্চুরিতে ৪৮.২ ওভারে ২৩০ রান তুলে অলআউট হয়। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করা আসিফ শেখ ৮ চারে সাজিয়েছেন ৯৭ বলের ইনিংসটি। ৫৬ বলে ৪৮ রান করেছেন শম্পাল। ৩৮ রান করেছেন ওপেনার কুশল।
বারতের হয়ে মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post