স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক অভিষেকে উজ্জ্বল বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। শুক্রবার কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। আর অভিষেকে দারুণ দ্যুতি ছড়িয়েছেন ডানহাতি এই বোলার।
এশিয়া কাপে সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ২৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নামা ভারত তোপের মুখে পড়ে সাকিবের। ডানহাতি এই পেসার প্রথম ওভারেই ফেরান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। কাভারে এনামুল হকের হাতে ক্যাচ দেন তিনি।
সাকিব এরপর ফেরান তিলক বর্মাকেও। অভিষেকের প্রথম ২ ওভারে ২ উইকেটের দেখা পান এই পেসার। রোহিতের পর ফেরান তিলককে। ভারত পড়ে চাপে। আর শেষ পর্যন্ত এই চাপ আর জয় করতে পারেনি প্রতিযোগিতার অন্যতম সফল দলটি। ইনিংসের শেষ ওভারেও দারুণ বোলিং করেন সাকিব।
অভিষেক ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে ৭ বার বোলিং করতে আসার ডাক পান পেসার সাকিব। ম্যাচে ৭ ওভার ৫ বলে ৩২ রানের খরচায় এই পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। শেষ ওভারে বাংলাদেশ দলের জয় নিশ্চিত হয় সাকিবের বলেই। পরবর্তীতে ম্যাচ শেষে তরুণ এই পেসার জানিয়েছেন রোহিতের উইকেট ছিল তার কাছে স্বপ্নের মতো।
রোহিতের উইকেটটার বিশেষত্ব অনেক সাকিবের কাছে। কারণ, এটাই যে তাঁর স্বপ্নের উইকেট। ম্যাচ শেষে এই পেসার বলেছেন, ‘রোহিত ভাইয়ের উইকেটটা আমার স্বপ্নের উইকেট, প্রথম উইকেট। আমি শুধু সঠিক লাইন ও লেংথে বোলিং করতে চেয়েছি। আমি মানসিকভাবে প্রস্তুত থাকি। দলের যখন আমাকে প্রয়োজন হয়, তখন এমন লম্বা স্পেল করার জন্য প্রস্তুত থাকি। অনুশীলনও এভাবে নিজেকে প্রস্তুত করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post