স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে গেছে ভারত। স্বাগতিক ইংল্যান্ডকে পরপর দুই ওয়ানডেতে হারিয়েছে সফরকারী ভারত। রোহিত শর্মার সেঞ্চুরিতে দ্বিতীয় এক দিনের ম্যাচটি সফরকারীরা জিতেছে চার উইকেটের ব্যবধানে।
আগে ব্যাট করা ইংল্যান্ড বেন ডকেট ও জো রুটের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩০৪ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা ভারত রােহিত শর্মার হাফ সেঞ্চুরিতে ছয় উইকট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
৩০৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটেই সিরিজ জয় নিশ্চিত করে। ইনিংস উদ্বোধন করতে নামা এই ওপেনার উদ্বোধনী জুটিতে শুভমান গিলকে নিয়ে গড়েন ১৩৬ রানের জুটি। ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে শুভমান গিল বিদায়ের আগে ৫২ বলে ৬০ রান করেন। তবে রোহিত শর্মা অন্য প্রান্তে দুর্দান্ত শতক তুলে নেন। ১১৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেন সাজঘরে ফিরেন ইনিংসের ৩০তম ওভারের চতুর্থ বলে দলীয় ২২০ রানে। ৯০ বলে সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন বার চার ও সাত ছক্কায়। এছাড়া ৪৭ বলে ৪৪ রান করেছেন শ্রেয়াস আয়ার। ৪১ রানে অপরাজিত থেকেছেন অক্ষর প্যাটেল।
ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন দু’টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডও দারুণ শুরে করে। দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডকেট ৮১ রানের জুটি গড়েন। ২৯ বলে ২৬ রান করেন ফিল সল্ট। হাফ সেঞ্চুরিয়ান ডকেট ৫৬ বলে ৬৫ রান করেন। দশ চারের মার ছিলো তার ইনিংসে। তিনে নামা জো রুট ৭২ বলে ৬৯ রান করেন ছয় চারে। দু’টি করে চার ও ছক্কায় ৩২ বলে ৪১ রান করেন লিয়াম লিভিংস্টোন। ২৪ রান করেছেন অধিনায়ক বাটলার। ৩১ রান এসেছে হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ইনিংসের এক বল বাকী থাকতে ইংল্যান্ড অলআউট হয় ৩০৪ রানে।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০