স্পোর্টস ডেস্ক:: দশ মিনিটের দুই গোলে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসর দারুণ এক জয় তুলে নিয়েছে এএফসি কাপে। পার্সেপোলিসকে সি আর সেভেনের দল হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।
পার্সেপোলিসের বিপক্ষের ম্যাচে ম্যাচের শুরুতা খুব একটা ভালো খেলতে পারেনি আল নাসর। সৌদীর ক্লাবটি শুরুতে গোলেরও দেখা পায়নি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে। তবে বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিলো রোনালদোরা।
দ্বিতীয়ার্ধে পার্সেপোলিস হয়ে যায় দশ জনের দল। তাতে সুযোগ কাজে লাগায় আল নাসর। দশ মিনিটের ব্যবধানে দুই গোল করে আদায় করে নিয়েছে পূর্ণ পয়েন্ট। এএফসি কাপে ‘ই’ গ্রুপে টানা দুই জয় নাসরের।
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেও সাফল্য পায়নি নাসর। পার্সেপোলিস নিজেরা গোল করতে না পারলেও রোনালদোদের দারুণ ভাবে প্রতিরোধ গড়ে তারা। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে তাই বিরতিতে যেতে হয় দুই দলকে।
বিরতির পরপরই পার্সেপোলিস দশ জনের দল হয়ে যায়। পরপর দুই হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন মিলাদ সরলাক। ১৮তম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা এই তারকা ৫২তম মিনিটে দ্বিতীয়বার দেখেন হলুদ কার্ড।
প্রতিপক্ষ ১০ জনের দল হয়ে গেলো সুযোগ নেয় আল নাসর। ৬২তম মিনিটে আব্দুর রহমান গারিবের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় দলটি। মিনিট দশেক পরেই ব্যবধান দ্বি-গুণ করেন মোহাম্মদ কাসেম। ৭২তম মিনিটে নাসর এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের বাকীটা সময় আর ঘুরে দাঁড়াতে পারেনি পার্সেপোলিস। হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post