স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড জাতীয় দলের বাইরে আছেন টম কারান। তবে এই পেস বোলিং অলরাউন্ডার চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সেখান থেকে এবার নতুন ঘোষণা দিয়েছেন তিনি। লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন তিনি।
মূলত সাদা বলের ক্রিকেটে বাড়তি মনযোগ দিতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আপাতত দূরে সরে যাচ্ছে লাল বলের ক্রিকেট থেকে। যদিও লাল বল থেকে একেবারেই দূরে চলে যাচ্ছেন না, সেটার নিশ্চয়তাও দিয়েছেন তিনি। এই জায়গায় আরও কাজ করা বাকি আছে বলে জানান তিনি।
টম কারান বলেন, ‘আমার জন্য গেল কয়েক বছর সহজ ছিল না। অনেক সময় পেয়েছি, আর এমন কোনো সিদ্ধান্ত না এটি, যা কিনা হালকাভাবে নিয়েছি আমি। জীবনের কিছু সিদ্ধান্তে শতভাগ নিশ্চিত হওয়া যায় না, সেগুলোরই একটি এটি। তবে বর্তমানে যে অবস্থানে আছি আমি, আমার মনে হয় শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য সঠিক সিদ্ধান্ত এটি।’
‘অবশ্যই আমি ভবিষ্যতে আবার লাল বলের ক্রিকেট খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমার কাছে এখনও মনে হয়, এই ফরম্যাটে ইংল্যান্ড ও সারের (কাউন্টি ক্রিকেটের দল) হয়ে কাজ করার বাকি আছে আমার।’ যোগ করেন এই ইংলিশ ক্রিকেটার
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post