স্পোর্টস ডেস্কঃ এবারও চেনা আঙিনায় আটকে গেল বার্সেলোনা। কোপা দেল সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিধ্বস্ত হওয়ার পর লা লিগায়ও জয়হীন কাতালানরা। গতরাতে জিরোনার বিপক্ষে ম্যাচ জুড়ে রাজত্ব করে জাভি হার্নান্দেজের দল। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারল না তারা।
ন্যু ক্যাম্পে সোমবার রাতে বার্সা-জিরোনা ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ড্র করলেও রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গিয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচ খেলা কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ৫৯। তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে চলতি আসরে ২৮ ম্যাচে জাভির শিষ্যদের এটি তৃতীয় ড্র। ২৩ জয়ের পাশাপাশি দুটি হারের স্বাদ নিয়েছে তারা। ৭২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগের পয়েন্ট তালিকার শীর্ষে।
শীর্ষে থাকা বার্সা লিগ শিরোপার দৌড়ে ভালোই এগিয়ে। সব ঠিকঠাক থাকলে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার লা লিগা শিরোপা জিততে যাচ্ছে জাভির দল। তাই এক ঘোষণা দিয়ে রাখলেন সাবেক এই মিডফিল্ডার। জিততে পারলে জাঁকজমকপূর্ণ উদযাপনের ঘোষণা দিলেন বার্সেলোনা কোচ।
জাভি বলেন, ‘আমরা যদি লা লিগা জিততে পারি, অবশ্যই বড় করে উদযাপন করব। বার্সা জিতলে অনেকেই এটাকে গুরুত্ব দিতে চাইবে না, তবে আমাদের কাছে এটি হবে অনেক গুরুত্বপূর্ণ।’ লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ গেতাফের সঙ্গে আগামী রোববার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post