স্পোর্টস ডেস্কঃ অ্যান্থনি রুডিগারের গোলে জয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের। গত রাতে মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল কার্লো আনচেলত্তির দল। গোল শূন্যভাবে এগিয়ে চলা ম্যাচে শেষ পর্যন্ত রিয়ালের অপেক্ষার অবসান হয় ৭৮তম মিনিটে। লুকা মদরিচের কর্নার থেকে লাফিয়ে হেড করে ব্যবধান ১-০ বানিয়ে দেন রুডিগার। ২০২২ সালে রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগায় এটি তাঁর দ্বিতীয় গোল।
বার্নাব্যুতে এ জয়টি ছিল ঘরের মাঠে রিয়ালের টানা ১৯তম অপরাজিত ম্যাচ। এর আগে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৯ ম্যাচ অপরাজিত ছিল আনচেলত্তির দল। এবারের লিগে ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল এখন শীর্ষে। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে জিরোনা। আতলেতিকো মাদ্রিদ ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা চারে অবস্থান করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post