স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে হাঁটুতে চোট পান ব্রাজিলের বড় তারকা নেইমার। গতকাল উরুগুয়ের বিপক্ষে হারা ম্যাচে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। ধারণা করা হয়েছিল, গুরুতর ইনজুরিতে পড়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের এই ফরোয়ার্ড। আর শেষ পর্যন্ত সেটিই হয়েছে।
উরুগুয়ের মাঠে চোট পাওয়া নেইমারকে কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয়। লিগামেন্টের ক্ষতি হয়েছে কি না জানতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে তাঁর। মাঠ ছাড়তে বেশ হতাশ দেখা গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
নেইমারের ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছ। আর ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের স্ট্রাইকারের (নেইমার) অস্ত্রোপচার করাতে হবে। তবে দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ব্রাজিল জাতীয় দল ও আল হিলালের চিকিৎসা বিভাগ নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাঁকে সেরে তুলতে একসঙ্গে কাজ করে যাচ্ছে।’
এবারের ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে না হচ্ছে না নেইমারের। আগামী মাসেই নিজেদের মাঠে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হবে। এ ম্যাচের কয়েকদিন আগে ব্রাজিল বাছাই পর্বে কলাম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে। সেই ম্যাচটি নিশ্চিত মিস করবেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। এই চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকবেন তিনি। শঙ্কা আছে আগামী বছর অনুষ্ঠিত কোপা আমেরিকায় তাঁর খেলা।
Discussion about this post