স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দ্রুত একাধিক উইকেট পতনের পর ক্রিজে এসেছিলেন লিটন দাস। দলের সামনে তখন নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ভয়। সেখান থেকে লিটন খেললেন দারুণ এক ইনিংস। প্রথমে মিরাজকে নিয়ে দলের ওপর থাকা চাপ দূর করেছেন। পার করেছেন ফলো-অন। এরপর দলের স্কোরকে দিয়েছেন সম্মানজনক অবস্থান।
লিটন ৪৪ টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন। এবারের আগে টেস্টে সর্বশেষ তিন অঙ্কের ইনিংস খেলেছিলেন ২০২২ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে। লিটনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৩৪। তাঁকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ। পাকিস্তানের প্রথম ইনিংসের রানে পৌঁছাতে বাংলাদেশের দরকার আরও ৪০ রান। রোববার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে তিন অঙ্ক স্পর্শ করেন লিটন।
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের বল শেষ মুহূর্তের ছোঁয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে উল্লাসে মাতেন লিটন। ১১ চার ও ২ ছক্কায় ১৭১ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। তিনি ফিফটিতে পৌঁছেছিলেন ৮২ বলে। এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় দিন ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট তুলে নেন। জবাব দিতে নেমে ১০ রানে কোন উইকেট না হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে স্কোর বোর্ড ২৬ রান জমা হতেই হারায় ৬ উইকেট। ওপেনার জাকির হাসান (১) ও সাদমান ইসলাম (১০) ব্যর্থ হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪) রান পাননি এ ম্যাচেও। পরেই ফিরে যান মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)। এরপর হাল ধরেন লিটন-মিরাজ। তাদের জুটিতে এগোতে থাকে বাংলাদেশ। লাঞ্চের পর এসে দুজন হাফ সেঞ্চুরিও তুলে নেন। তাদের জুটি দেড়শ ছাড়ালে রেকর্ড গড়ে ফেলে। ৩০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর ১৫০ রানের জুটি হয়নি আন্তর্জাতিক ক্রিকেটেই। কিন্তু রেকর্ডের রানকে আর খুব বেশি বড় করতে পারেননি মিরাজ। খুররাম শেহজাদের কিছুটা লাফিয়ে উঠা বল ডিফেন্ড করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। ১২৪ বলে ৭৮ রান করেন তিনি। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি তাসকিনও। ৫ বলে ১ রান করে এলবিডব্লিউ আউট হয়েছেন খুররামের পরের ওভারে। এরপরই চা বিরতির ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের আশা হয়ে আছেন এখন লিটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০