স্পোর্টস ডেস্ক:: লিভারপুলকে বড় এক দুঃসংবাদ পেতে হলো। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচের আগে মূল গোলরক্ষক অ্যালিসন বেকারকে হারিয়েছে দলটি। সমানে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার আগেই অ্যালিসন বেকারকে হারালো দলটি।
মূলত চোটের কারণে দেড় মাসের জন্য ছিটকে গেছেন বেকার। হ্যামস্ট্রিং চোটের কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অ্যালিসন বেকারকে। এখন থেকে হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত লিভারপুল পাবে না ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে।
লিভারপুলের হয়ে খেলতে নেমেই চোটে পড়েন তিনি। শনিবার প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে চোট পান অ্যালিসন। ম্যাচের ৭৯ মিনিটের ওই চোটে মাঠই ছাড়তে হয়েছিল এই তারকা গোলরক্ষককে।
ইংলিশ গণমাধ্যম ডেইলে মেইল অ্যালিসন বেকার দেড় মাসের জন্য ছিটকে যাওয়ার খবর দিয়েছে। গণমাধ্যমটি বলছে, চোট কতটা গুরুতর, সেটি জানতে অ্যালিসনের শরীরে স্ক্যান করা হয়। পরে হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। যার জন্য এই গোলরক্ষককে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
অ্যালিসন বেকারকে ছাড়া প্রিমিয়ার লিগে লিভারপুলকে খেলতে হবে চেলসি, আর্সেনাল, ব্রাইটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ আরবি লাইপজিগ ও বায়ার লেভারকুসেনের বিপক্ষে খেলবে অল রেডরা। কারাবাও কাপে আর্নে স্লটের দলের প্রতিপক্ষ ব্রাইটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০