স্পোর্টস ডেস্ক:: ক্রোয়েশিয়া ফুটবলের বড় তারকা তিনি। ক্লাব ফুটবলেও লুকা মদ্রিচ বড় নাম। পায়ের জাদুতে মুগ্ধ করে রাখেন সমর্থকদের। দুর্দান্ত জয়ও এনে দেন দলকে। রিয়াল মাদ্রিদেরও ভরসা তিনি।
চুক্তি শেষ হয়ে যাওয়ায় মাদ্রিদ ছেড়ে যেতে যাচ্ছিলেন মদ্রিচ। বেশ কয়েকটি ক্লাবও নজর ফেলেছিলো এই পারফর্মারের দিকে। তবে শেষ পর্যন্ত তাকে আর কোথাও যেতে হচ্ছে না। রিয়াল মাদ্রিদ নিজেদের তারকাকে নিজেদের কাছেই রেখে দিচ্ছে।
জুনেই মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই তারকার। সৌদীর প্রো লিগে পাড়ি দেওয়ার প্রস্তুুতি নিচ্ছিলেন। সেখানকার কয়েকটি ক্লাবও বড় প্রস্তাব দিয়ে রেখেছিলো। মাদ্রিদ চুক্তি শেষের আগেই জানিয়েছে দিয়েছে, তিনি আর কোথাও যাচ্ছেন না। তার সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে।
নতুন চুক্তিতে আরো এক বছর মাদ্রিদের জার্সিতে খেলবেন ক্রোয়েশিয়ার এই তারকা। ফলে ২০২৪ সালের জুন পর্যন্ত বর্তমান ক্লাবেই থাকছেন মদ্রিচ। ২০১২ সালে মাদ্রিদে আসার পর থেকেই নিয়মিত খেলছেন। পারফর্মও করছেন। এবারো তার উপর আস্থা রাখলো ক্লাবটি।
টটেনহ্যাম হটস্পার থেকে মাদ্রিদে আসা ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার এখন পর্যন্ত ৪৮৮টি ম্যাচ খেলেছেন।পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি জিতেছেন ৩টি লা লিগার শিরোপাও। সামনের মৌসুমে আরো শিরোপা জেতার সুযোগ পাচ্ছেন রিয়ালের জার্সিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post