নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পর্বের বিপিএল জয় দিয়ে শুরু হলো খুলনা টাইগার্সের। শুক্রবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারাল এনামুল হক বিজয়ের দল। আগে ব্যাট করে দাসুন শানাকা ও মোহাম্মদ নেওয়াজের দারুণ জুটিতে ১৬০ রান করেছিল খুলনা। রান তাড়ায় ১৩২ রানে শেষ হয়ে যায় তারকাখচিত রংপুরের ইনিংস। ২৮ রানের জয় পায় খুলনা।
আগে তিন বিদেশি- নেওয়াজ, শানাকা ও এভিন লুইসের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় খুলনা। তবে ৭ বল খেললেও রানের খাতা খোলার আগেই ক্যাচআউট হন খুলনার অধিনায়ক বিজয়। এরপর মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন স্কোরবোর্ডে তেমন অবদান রাখতে পারেননি। জয় ৭ ও আফিফ ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। লুইস ২৫ বলে ৩৭ রান করে আউট হন দলীয় ৬৪ রানে।
শানাকা-নেওয়াজ গড়েন ৭৭ রানের জুটি। হাসান মাহমুদের বলে বোল্ড আউট হয়ে ব্যক্তিগত ৪০ রানে আউট হন শানাকা। ৩৩ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছয় হাঁকান লঙ্কান অলরাউন্ডার। রিপন মণ্ডলের ওভারে আউট হওয়া নেওয়াজ ৩৪ বলে করেন ৫৫ রান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়ের মার।
রান তাড়ায় শুরু থেকেই নড়বড়ে ছিল রংপুর। দলীয় ৬ রানেই হারায় ওপেনিংয়ের বড় নাম বাবর আজমকে। টেকেননি ব্রেন্ডন কিংও। ১৫ রানে করে সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার রনি তালুকদার।
একের পর উইকেট হারানোর মাঝে ৩০ রানের ইনিংস খেলেন শামীম হোসেন। ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নবী। লোয়ার অর্ডারে নেমে সাকিবও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৪ বলে ২ রান করে তিনিও ফেরেন। একে একে উইকেট হারানোর মিছিলে জয়ের নাগাল পায়নি রংপুর।
Discussion about this post