স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অশোভনমূলক আচরণের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাথু ওয়েডকে শাস্তি দিয়েছে আইসিসি। গত রাতে ইংলিশদের বিপক্ষে ৩৬ রানের জয় পায় অজিরা। এই ম্যাচে আইসিসির আচরণবিধির নিয়ম অনুযায়ী লেভেল-১ পর্যায়ের অপরাধ করেন ওয়েড।
অনুচ্ছেদ ২.৮ অনুযায়ী কোন খেলোয়াড় যদি আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠেই অসন্তুষ্টি জ্ঞাপন করে তাহলে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট জুটল ওয়েডের। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদকে মোকাবেলা করছিলেন ওয়েড। এ সময় একটি বল ডেড বল ঘোষণা করা হবে মনে করেছিলেন ওয়েড। তা না করায় আম্পায়ারের উপর বিরক্তি প্রকাশ করেন। ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শুনানির জন্য ওয়েডকে ডেকেছিলেন এবং নিজের দোষ স্বীকার করেন নেন এই বাঁ-হাতি ব্যাটার। আম্পায়ারদের সঙ্গে এমন তর্কের সর্বনিম্ন শাস্তি একটি ডিমেরিট পয়েন্ট এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া ও এক-দুইটি ডিমেরিট পয়েন্ট।
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post