স্পোর্টস ডেস্ক:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার ভারতকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। আগে ব্যাট করা কিউরা জোড়া হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ২৫১ রান তুলেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।
টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্রের ব্যাটে দারুণ শুরু পায়। দু’জনে মিলে উদ্বোধনী জুটিতে তুলেন ৫৭ রান। অষ্টম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ১৫ রানে ইযং বিদায় নিলে ভাঙে সেই জুটি।
প্রথম উইকেটের পর নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। চার চার ও এক ছক্কায় ২৯ বলে ৩৭ রান করে দলীয় ৬৯ রানে সাজঘরে ফিরেন রাচিন রবীন্দ্র। তিনে নামা কেন উইলিয়ামসন ব্যক্তিগত ১৪ বলে ১১ রানে ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৫ রানে ফিরেন প্যাভেলিয়নে। তার বিদায়ের পর চতুর্থ উইকেটে ডেরিল মিচেল ও টম লাথাম ৩৩ রানের জুটি গড়েন। ২৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১০৮ রানে লাথামের বিদায়ে ভাঙে সেই জুটি। ৩০ বলে ১৪ রান করেন তিনি।
হাফ সেঞ্চুরিয়ান ডেরিল মিচেল পঞ্চম উইকেটে গ্রিণ ফিলিপসকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন। ইনিংসের ৩৮তম ওভারের প্রথম বলে দলীয় ১৬৫ রানে ড্রেসিংরুমের পথ ধরেন ৫২ বলে ৩৪ রান করা ফিলিপস। দলীয় রান ২০০ পেরুনোর পরই হাফ সেঞ্চুরিয়ান মিচেল সাজঘরে ফিরে যান। তিন বাউন্ডারিতে ১০১ বলে ৬৩ রান করেন তিনি। তার বিদায়ে ষষ্ট উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।
আরেক হাফ সেঞ্চুরিয়ান মিচেল ব্রেসওয়েলের অপরাজিত হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ড সাত উইকেটে ২৫১ রানে থামে। তিন চার ও দুই ছক্কায় ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।
ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদ্বীপ যাদব দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০