স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসর মাঠে গড়িয়েছে শুক্রবার থেকে। গতকাল থেকে নতুন আসরের পথচলায় প্রথমদিকের ম্যাচগুলোতে খেলা হবে না কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। তবে কলকাতা কর্তৃপক্ষ আশা করে আছে, আসরের কোন এক পর্যায়ে (শেষ পর্যায়ে) আইয়ারকে দলে পাওয়া যাবে।
আইয়ারকে যতদিন পাচ্ছে না কলকাতা ততদিন তাদের মিডল অর্ডার নিয়ে বিকল্প ভাবতে হবে। দুইবারের আইপিএল শিরোপা জয়ীদের এমন সমস্যা কাটিয়ে উঠতে সাকিব আল হাসানের শরণাপন্ন হতে বলছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে চারে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি।
মিডল অর্ডারে সাকিবকে খেলানো প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, ‘সাকিব একজন যোগ্য ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিসংখ্যান দেখুন। কেন তিনি নয়? এবার তো কলকাতার সামনে বড় সুযোগ তাকে (সাকিব) কাজে লাগানোর। তার ওপর দল এবার ৪ নম্বরে আস্থা রাখতে পারে। সে কলকাতার ভরসাবান বিদেশি হতে পারে, প্রতি মৌসুমে তাকে সেভাবে কেউ খেলায় না। তবে সাকিবকে কলকাতার বলতে হবে যে তুমি এবার ব্যাটার হিসেবে খেলছো, তোমার বোলিং আমাদের জন্য বোনাস।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post