স্পোর্টস ডেস্কঃ আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যতে আউট হওয়া ব্যাটসম্যান এখন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ওপেনার শনিবার চেন্নাইয়ের বিপক্ষে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন। চেন্নাইয়ের মাঠে আজ ৩ বল খেলে ০ রানে ফিরে যান রোহিত।
আইপিএলে ১৬ বার খাতা না খুলেই ফিরলেন রোহিত। ডানহাতি এই ওপেনারের পরেই রয়েছেন দীনশ কার্তিক। তিনি আইপিএলে ১৫ বার শূন্য রানে ফিরেছেন। এই তালিকায় নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনের। তিনি ১৫ বার ব্যাট করতে নেমে খাতা খুলতে না পেরেই ফিরে যান।
মনদীপ সিং ১৫ বার শূন্য রানে ফিরেছেন। এদিকে আইপিএলে ১০ কিংবা এর বেশিবার শূন্যতে ফেরা ব্যাটসম্যানদের তালিকায় আছেন বিরাট কোহলি (১০), ডেভিড ওয়ার্নার (১০), এবি ডি ভিলিয়ার্স (১০), গ্লেন ম্যাক্সওয়েলের (১৩) মতো তারকা ব্যাটসম্যানরা।
রোহিতের হতাশার দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি মুম্বাইও। নেহাল ভাধেরার ফিফটিতে ৮ উইকেটে ১৩৯ রান করে তারা। জবাব দিতে নেমে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই। হারের সুবাদে মুম্বাইয়ের প্লে-অফের পথে কঠিন হয়ে গেল।
Discussion about this post