নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। শনিবার শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে তারা। দরিয়েলতন হয়েছে ম্যাচসেরা। বাকি ৫ ম্যাচের ৩টি জিতলেই টানা পঞ্চম লিগ শিরোপা ঘরে তুলবে কিংস। ১৩ ম্যাচে শীর্ষে থাকা কিংসের পয়েন্ট ৩৪; দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ২৭। লিগের বাকি আর পাঁচ রাউন্ডের খেলা।
রবসন দি সিলভা রবিনিয়োর বাঁকানো ক্রসে শাকিল হোসেন পা বাড়ালেও নাগাল পাননি, বল চলে যায় দূরের পোস্টে দোরিয়েলতনের পায়ে। ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ১৭ মিনিটে পাওয়া লিড দ্বিগুণের স্বস্তি নিয়েই বিরতিতে যায় কিংস। রবিনিয়োর কর্নারে এবার হেডে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।
এদিকে ব্রাদার্স ইউনিয়নের বড় হার অব্যাহত রয়েছে। আগের ম্যাচে মোহামেডান ৮ গোল দিয়েছিল ব্রাদার্সকে। আজ চট্টগ্রাম আবাহনী ৫ গোল দিয়েছে তাদের জালে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চট্টগ্রামের নাইজেরিয়ান পল সিউন দুটি এবং আরেক নাইজেরিয়ান ওজোকিউ ডেভিড, রিয়াজ উদ্দিন ও নাসির উদ্দিন একটি করে গোল করেন। এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে চট্টলার দলটি। সমান ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে তলানীতেই থাকল ব্রাদার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post