নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে।
সেই টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
ইতিমধ্যেই সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। স্বাগতিকদের তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় আফগানরা।
এদিকে বাংলাদেশের সামনে দীর্ঘ ৯ বছর পর ঘরের মাঠে ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা চোখ রাঙাচ্ছে। যে ফরম্যাটে দুর্দান্ত সময় পার করছে দল, সেখানে এমন হোঁচট লিটনদের জন্য দুঃশ্চিন্তার কারণ। তবে টাইগাররা ঘুরে দাঁড়াতে মরিয়া। শেষ ম্যাচ জিতে মান বাঁচাতে চায় বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post