স্পোর্টস: আফগানিস্তান ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শুরু হলো। সিরিজের প্রথম ম্যাচি ওভার কমিয়েও শেষ করা যায়নি। হারারেতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করতে পারেননি আম্পায়াররা।
৫০ ওভারের ম্যাচটি বৃষ্টির জন্য নেমে আসে ২৮ ওভারে। এরপরই ম্যাচ শেষ হয়নি। ভেসে যায় বৃষ্টিতে। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় ইংল্যান্ড জাতীয় দলে খেলা স্যাম কারেন আর টম কারেনের ভাই বেন কারেনের।
টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভাল হয়নি। আফগান বোলাররা শুরু থেকেই চেপে ধরেন দলটিকে। ৯.২ ওভারে ৫ উইকেটে স্বাগতিকরা ৪৪ রান তুলে। এরপরই বৃষ্টিতে ফের খেলা বন্ধ হয়ে যায়। বার বার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি আর শুরুই করা যায়নি। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
জিম্বাবুয়ের হয়ে ইংল্যান্ড জাতীয় দলে খেলা স্যাম কারেন আর টম কারেনের ভাই বেন কারেনের অভিষিক্ত হওয়ার ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে খুব একটা সুবিধাও করতে পারেননি তিনি। ২২ বলে ১৫ করেন বেন কারেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০