স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন এগিয়ে থেকে শেষ করল বাংলাদেশ। শেষ বেলায় ২ উইকেট হারাল পাকিস্তান। রোববার সকালে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৮ রানের অসাধারণ ইনিংস খেলেন লিটন।
এর আগে টেস্টের তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। শূন্য উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করার পর ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সেখান থেকে তাদের টেনে তোলেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। দুজনের ১৬৫ রানের জুটিতে আবার লড়াইয়ে ফেরে নাজমুল হোসেন শান্তর দল।
১৩৮ রান করে আঘা সালমানের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হন লিটন। ১৩ রানে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের ইনিংস থামে ২৬২ রানে। পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং করেছেন খুররাম শেহজাদ। ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে তিনটিই টপ অর্ডার ব্যাটারদের উইকেট। মির হামজা এবং আঘা সালমান নিয়েছেন দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০