স্পোর্টস ডেস্ক:: বিপিএল যেনো পাড়ার টুর্নামেন্টে পরিণত হয়েছে। নিম্নমানের বিদেশী খেলোয়াড়, ক্রিকেটারদের পারিশ্রমিক না পেয়ে ম্যাচ-অনুশীল বয়কট, বিল দিতে না পেরে টিম হোটেলে মালিক আটকা, হোটেল বদল করে নিম্নমানের হোটেলে ক্রিকেটারদের নিয়ে যাওয়া,. এমন কোনো ‘বিতর্ক’ নেই যা হচ্ছে না এবারের বিপিএলে।
বিপিএলের ইতিবাচক বলতে মাঠে দর্শক উপস্থিতি আর রান হওয়া। এবারের বিপিএলে রান হচ্ছে, কখনো দুইশো রানও টপকে যাচ্ছে দলগুলো। একের পর এক সেঞ্চুরি হচ্ছে। তবুও ভালো মানের বিদেশী আর মাঠের বাইরের নানা কাণ্ডে বিপিএল যেনো তামাশার টুর্নামেন্টে পরির্ণত হয়েছে।
শেষ দিকে এসে পরিস্থিতি বদলে চেষ্টা করছে দু’একটি ফ্র্যাঞ্চাইজি। রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের মতো দলগুলো প্লে-অফে বড় তারকার পেছনে ছুটছে। ডেভিড ওয়ার্নার, সুনিল নারাই, টিম ডেভিডদের মতো তারকা এনে শেষ বেলায় বিপিএলে আলো জ্বালানোর একটা চেষ্টা চলছে। ভালো মানের বিদেশী এনে পেছনের ‘বিতর্ক’ কিছুটা হলেও মুছে দিতে চাইছে ফ্র্যাঞ্চাইজিরা।
বিপিএলের সবচেয়ে সফল দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের প্লে-অফ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। রাইডার্সরা বিপিএলে এবার নিয়ে আসছে অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। চুক্তি চূড়ান্ত করেছে ডেভিড ওয়ার্নার আর ক্যারিবিয়ান সুনীল নারাইনের সঙ্গেও। ওয়ার্নার-নরাইনদের কখন আনা হবে সেটি টিক হবে প্লে-অফের রূপরেখা চূড়ান্ত হওয়ার পর। আজ সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ডেভিড ওয়ার্নারের ব্যস্ততা থাকবে না। বিপিএলে আসতে পারেন তিনি।
আইএল টি-২০তে থাকা সুনিল নারাইনকে ফাইনালে খেলাতে চায় রাইডার্সরা। বিপিএলের ধনাঢ্য ফ্র্যাঞ্চাইজিটি ফাইনাল নিশ্চিত করলে ক্যারিবিয়ান তারকাকে দেখা যেতে পারে। ২ ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলা আছে নারাইনের। নাইট রাইডার্স প্লে-অফে উঠতে না পারলে নারাইন আসবেন বিপিএলে।
বড় তারকা আনার তালিকায় আছে চিটাগাং কিংসও। প্লে-অফে উঠলে বন্দরনগরীর দলটিও চমক দিতে চায়। আগেরকার ‘বিতর্ক’ ভুলিয়ে দিতে চায় সমর্থকদের। দলটির ম্যানেজার লাভলুর রহমান জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা আছে প্লে-অফে যেতে পারলে বড় কাউকে আনা।
এসএনপিস্পোর্টসটোয়ন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০