স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খেলবেন ডেভিড মালান। শেষ মুহূর্তে ইংলিশ এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জানা গেছে এবারের বিপিএলে শুরুর দিকে মাত্র ২ ম্যাচ খেলে দুবাইয়ের লিগে চলে যাবেন তিনি।
জানা গেছে, দুবাইয়ে আইএলটি-টোয়েন্টি লিগ শেষ করে অবশ্য আবারও বিপিএলে ফিরবেন মালান। সেক্ষেত্রে প্লে-অফ বা এর আগের দুয়েকটি ম্যাচ থেকে আবারও বিপিএলে দেখা যাবে ইংলিশ এই হার্ড হিটার ব্যাটারকে।এবারের বিপিএলে খেলা প্রসঙ্গে এক ভিডিও বার্তায় নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় মালান বলেন, ‘২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের দলটি দারুণ। টুর্নামেন্ট শুরু করার জন্যে আমার তর সইছে না।’
এর আগেও বিপিএলে খেলেছেন মালান। বরিশাল বুলসের হয়ে বিপিএলে অভিষেকের পর কুমিল্লার হয়েও মাঠ মাতিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ২০১৯ আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। সেবার ১১ ম্যাচ খেলে সেবার ১টি সেঞ্চুরিতে ৪৪৪ রান করেন ৪৯.৩৩ গড়ে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাগজে-কলমে শক্তিশালী দল গঠন করেছে। লিটন-মোস্তাফিজ-কায়েসদের মতো ক্রিকেটারদের পাশাপাশি নামদামি বিদেশি ক্রিকেটারও দলে নিয়েছে তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে অনেক বিদেশ ক্রিকেটারকেই পুরো আসরের জন্য পাবে না কুমিল্লা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড-
সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান) ও ডেভিড মালান (ইংল্যান্ড)।
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।
ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post