স্পোর্টস ডেস্কঃ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর বাইরে চার জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়। তবে শেষ মূহুর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে বেড়েছে একজন সদস্য।
ফারজানা হক পিংকিকে নিয়েই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। মূলত আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের দল নিয়ে যাওয়া যাবে। তবে পিংকিকে নিজেদের খরচে নিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু মূল দলের অংশ কিনা, আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু জানায়নি বোর্ড।
তাই অনেকটা ধোঁয়াশা থেকে গেছে বিষয়টি নিয়ে। পিংকি মূলত বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবে তাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল। এবার দলের সাথেই বিশ্বকাপ খেলতে উড়াল দিচ্ছেন এই ক্রিকেটার।
আগামী ১০ ফেব্রুয়ারি পর্দা উঠবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ১০টি দল, ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩টি। টাইগ্রেসরা আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আগামী ১২ ফেব্রুয়ারি লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লাল সবুজদের মিশন।
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামবে ২১শে ফেব্রুয়ারিতে। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে কেপটাউনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post