স্পোর্টস ডেস্কঃ বেশিরভাগ দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও, বাংলাদেশ এখনও করেনি। সব ঠিক থাকলে সোমবার হওয়ার কথা ছিল সেই ঘোষণা। এতে চমকেরও কিছু না থাকার সম্ভাবনা ছিল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদের চোট, নতুনত্বের সৃষ্টি করেছে বাংলাদেশ দল।
মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণার কথা থাকলেও, সেটা বিশ্বকাপের দল দেওয়া হবে না-কি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য দেওয়া হবে, সেই নিয়ে সংশয় রয়েছে। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার জন্য আগামী ২৪ মে, আইসিসির একেবারে শেষ ডেডলাইন পর্যন্তই অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দল ঘোষণা করবেন নির্বাচকরা।
আর সেই দল হতে পারে ১৭ থেকে ১৮ সদস্যের। শেষ মূহুর্তের চমক হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ। দেশের শীর্ষ স্থানীয় এক গণমাধ্যম জানাচ্ছে এমন তথ্য। যিনি কি-না একেবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলোচনায় ছিলেন না। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও রাখা হয়নি ১৯ জনের ক্রিকেটারদের মধ্যে। সেই তিনি যেতে পারেন যুক্তরাষ্ট্রে।
মূলত লিটন দাসের অফ ফর্মের কারণে ব্যাক-আপ ওপেনার হিসেবে মিরাজের যাওয়ার সম্ভাবনাই বেশি। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের কারণেই দলে জায়গা পেতে পারেন তিনি। যদিও বিশ্বকাপে খেলবেন কি-না সেটা নিশ্চিত না হলেও, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে। একইসাথে এক প্রকার নিশ্চিতভাবেই হাসান মাহমুদও যাচ্ছেন বিশ্বকাপে। তিনি যাচ্ছেন তাসকিন আহমেদের ব্যাক আপ ক্রিকেটার হিসেবে।
যুক্তরাষ্ট্র সিরিজে তাসকিন বিশ্রামে থাকবেন। তবে বিশ্বকাপের দলে তিনি থাকবেন বলেই জানা যাচ্ছে। তবে মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত নয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজে সাইফুদ্দিন ৮ উইকেট পেলেও, তার পারফরম্যান্স মন কাড়েনি নির্বাচক ও টিম ম্যানেজম্যান্টের। যদিও তাসকিনের চোটের কারণে, তিনিও আমেরিকা উড়াল দিতে পারেন। সব মিলিয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণারই অপেক্ষা কেবল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post