স্পোর্টস ডেস্ক:: ফুটবলের রাজা, ইতিহাসের একমাত্র তিন বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে শেষ যাত্রায় তার প্রিয় ক্লাব সান্তোসে গেছেন। ফুটবল রাজার নিথর দেহ রাখা হয়েছে সান্তোসের স্টেডিয়ামে। সেখানেই চলছে শেষ শ্রদ্ধানুষ্ঠান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পেলের শেষ শ্রদ্বায় যোগ দিয়েছেন। সেখানেই দাবি তুলেছেন, বিশ্বের প্রতিটি দেশে ফুটবল কিংবদন্তীর নামে একটি করে স্টেডিয়াম করার।
পেলের কিংবদন্তী হয়ে উঠার জীবন্ত সাক্ষী সান্তোসের মাঠে দেহ রাখা হয়েছে শেষ শ্রদ্ধার জন্য। স্থানীয় সময় সকাল ১০ টা থাকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মরদেহ থাকবে সান্তোসে। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন এই ফুটবল রাজাকে।
এরপর সান্তোসের রাস্তায় হবে শেষ যাত্রা। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে একুমেনিকাল নেক্রপলিস মেমোরিয়ালে। পেলের শ্রদ্ধানুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বের প্রতিটি দেশে একটি করে স্টেডিয়ামের নাম তার নামে করার প্রস্তাব দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘পেলে চিরন্তন। ‘রাজার’ প্রাপ্য সম্মান অবশ্যই ফিফা দেবে। আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করতে বলেছি এবং ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জানতে হবে এবং মনে রাখতে হবে যে পেলে ছিলেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post