স্পোর্টস ডেস্কঃ নামে-ভারে শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় উঠল ফিফা র্যাঙ্কিংয়ের ৫৭ নম্বর দল স্লোভেনিয়া। কোলনে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এদিকে গ্রুপের আরেক ম্যাচও (সার্বিয়া-ডেনমার্ক) ড্র হয়েছে।
পরের রাউন্ডে উঠতে ম্যাচটা জিততেই হত সার্বিয়াকে। তবে পুরো ম্যাচে জয় পাওয়ার মতো তেমন কিছুই করতে পারেনি দলটি। ডেনমার্কের হিসাবটা ছিল সহজ। পরের রাউন্ডের টিকিট পেতে স্রেফ আটকে রাখতে হবে সার্বিয়াকে। সহজেই সেটা করেছে তারা। গ্রুপ রানার আপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা। ইংল্যান্ড অনেক কষ্টে পাওয়া এক জয় আর দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা।
৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ডেনমার্ক। তাদের সমান ৩ পয়েন্ট নিয়ে, সেরা চার তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে উঠল স্লোভেনিয়া। ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিল সার্বিয়া। এদিকে ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে এসে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেনি ইংল্যান্ড। সার্বিয়ার বিপক্ষে কোনোরকমে জয় তুলে নেয়ার পর শেষ দুই ম্যাচে ড্র করেছে তারা। পারফরম্যান্সে মলিন কেইনরা অবশ্য গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাচ্ছে। গ্রুপের একমাত্র দল হিসেবে বাদ পড়েছে সার্বিয়া।
জয়ের লক্ষ্যে মাঠে নামা সার্বিয়া বলের দখল এবং আক্রমণে ছিল পিছিয়ে। ডেনমার্কও বিশেষ কিছু কিছু করতে পারেনি। পাঁচটি আক্রমণের দুটি লক্ষ্যে রাখলেও গোল পায়নি তারাও।২১তম মিনিটে গাসমুস হয়লুনের পাস ধরে ক্রিস্তিয়ান এরিকসেনের শট ফেরান গোলরক্ষক। ৩২তম মিনিটে হয়লুনের শটও আটকে সার্বিয়াকে স্বস্তিতে রাখেন প্রেদ্রাগ রাইকোভিচ।দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুই দলের খেলায় গতি ফেরে। ৫৪ মিনিটে সার্বিয়া জালে বল জড়ালেও লুকা ইয়োভিচ অফসাইডে থাকায় হয়নি গোল। ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে আলেক্সান্ডার মেত্রোভিচের কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিলিনকোভিচ-সাভিচের নিচু শটে কাসপের স্মাইকেল দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমানোর একটু পরই বাজে শেষের বাঁশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post