স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে ফর্মে নেই কোহলি। এ নিয়ে আলোচনা-সমালোচনার যেনো শেষ নেই। অবশেষে তিনি জ্বলে উঠলেন। কোহলির আলো ছড়ানো ব্যাটে শিরোপার জন্য ভারত সাত উইকেটে ১৭৬ রান তুলেছে। প্রথমবার বিশ্বকাপ জয়ের জন্য সাউথ আফ্রিকাকে করতে হবে ১৭৭ রান।
ফাইনালের মহারণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইনিংস উদ্বোধনে কোহলিকে সঙ্গী করে মাঠে নামেন তিনি। দ্রুতই ফিরেও যান ভারত অধিনায়ক। দলীয় ২৩ রানের মাথায় ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ৯ রানে কাটা পড়েন তিনি। ৫ বলের ইনিংসেই হাঁকান দু’টি বাউন্ডারি।
অধিনায়কের বিদায়ের পর উইকেটে আসা ঋশভ পন্থ ডাক মারেন। প্রথম বলেই তিনি ফিরেন প্যাভেলিয়নে। পরপর দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। শুরু থেকেই ভারত ছিলো মারমুখী। দ্রুত দুই উইকেট হারানোর পর বিরাট কোহলি এদিন যেনো নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন। ব্যাট হাতে তিনিই রুখে দেন প্রোটিয়া বোলারদের।
শেষ পর্যন্ত ৭৬ রনে কোহলি থেমেছেন ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৬৩ রানে পঞ্চম উইকেটের বিদায়ে। ৫৯ বলের দারুণ ইনিংসে পাঁচটি চারের সঙ্গে হাঁকিয়েছেন দুই ছক্কাও। তার আগে চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে মাত্র ৫৪ বলে ৭২ রানের দারুণ এক জুটি গড়েন। চার ছক্কা ও এক ছয়ে ৩১ বলে ৪৭ রানে প্যাটেলের বিদায়ের পর পঞ্চম উইকেটে শিবম দুবেকে নিয়েও গড়েন জুটি। বিদায়ের আগে এই জুটি থেকে তুলেন ৩৩ বলে ৫৭ রান। তার বিদায়ের পর দুবেও সাজঘরে ফিরেন ১৬ বলে ২৭ রান করে। তিন চার ও এক ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। ভারত থামে ৭ উইকেটে ১৭৬ রানে।
প্রোটিয়াদের হয়ে মহারাজা ও নটরাজ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post