স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। গত রাতে আলমেরিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে কাতালানরা। অধিনায়ক সার্জিও রবার্তোর জোড়া গোলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল জাভি হার্নান্দেজের দল। বুধবার রাতে ন্যু আলমেরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সা। দলের হয়ে অন্য গোলটি করেছেন রাফিনহা। আলমেরিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন লিও বাপতিস্তাও ও এডগার গঞ্জালেজ।
৩-২ ব্যবধানের জয়ে বার্সা পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে পারলেও সন্তুষ্ট হতে পারেননি কোচ জাভি। প্রথমার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্স মেনে নিতে পারেননি তিনি। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘যতটা ভেবেছিলাম আমরা তার চেয়েও বেশি ভুগেছি। আমরা ৩০টি শট নিয়েছি কিন্তু ২টি গোল উপহার দিয়েছি। প্রথমার্ধের খেলা অগ্রহণযোগ্য। কোচ হিসেবে এটা মেনে নেওয়া যায় না। যেটা আমি বিরতির সময়ই (খেলোয়াড়দের) বলেছি। দ্বিতীয়ার্ধের খেলা তুলনামূলক ভালো ছিল। কিন্তু আমরা প্রচুর সুযোগ নষ্ট করেছি এবং সেটা প্রায় এক মাস ধরেই হয়ে আসছে। এই দলে প্রেরণার অভাব। গত মৌসুমের প্রেরণাটা অনুপস্থিত। আগ্রাসন এবং মনোযোগ নেই।’
১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এল বার্সা। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। শীতকালীন বিরতির পর লাস পালমাসের বিপক্ষে ৪ জানুয়ারি পরবর্তী ম্যাচ খেলবে বার্সা। এর আগে তারা ডালাসে একটি প্রীতি ম্যাচ খেলবে বৃহস্পতিবার। এজন্য আলমেরিয়া ম্যাচ শেষ করেই ভাড়া করা বিমানে বার্সেলোনা থেকে ডালাসের উদ্দেশ্যে রওয়ানা হন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post