স্পোর্টস ডেস্ক:: দারুণ এক ম্যাচ, দুর্দান্ত লড়াই শেষে ঘরের মাঠে সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। ইতিহাদে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্তও কেউ ভাবতে পারেননি কার্লো আনচেলত্তির দল শেষ চারে যাবে।
ফেবারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে দলটি ছিলো বেশ দুর্দান্ত। ১-১ সমতার ম্যাচে টাইব্রেকারে শেষ পর্যন্ত রিয়ালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সিটিকে। এমন ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সবাই ভেবেছিলো রিয়াল মাদ্রিদ শেষ। কিন্তুু রিয়াল কখনো মরে না।
জয়ের পর প্রতিক্রিয়া কার্লো আনচেলত্তি বলেন, ‘এখান (ইতিহাদ) থেকে বেঁচে ফেরার একটাই উপায়—সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা সেটা করেছি এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছি। সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ নেই।’
জয়ের পর মাদ্রিদ কোচ আনচেলত্তি আরো বলেন, ‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না।’
টাইব্রেকারে ম্যাচ যাওয়ার নিজেদের সেমিফাইনালে দেখেছেন জানিয়ে তিনি আরো বলেন,, ‘আমি অনেকবারই রিয়াল মাদ্রিদকে এটা (অসম্ভব জায়গা থেকে জয়) করতে দেখেছি। এটার কারণ বোধ হয় (রিয়ালের) ব্যাজটা। এটা আপনার ভেতর থেকে এমন কিছু বের করে আনবে, যেটা আপনি নিজেই জানতেন না যে আপনার ছিল! টাইব্রেকারে বুঝে গিয়েছিলাম যে আমরাই যাচ্ছি (সেমিফাইনালে)। আন্দ্রে লুনিন দারুণ একটা ম্যাচ খেলেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post