স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনা বিশ্বকা জিতেছে তার বিশ্বস্থ হাতে। তারও আগে জিতে কোপা আমেরিকা। অনেকেরই ধারণা ছিলো, বিশ্বকাপ জেতার পর রিলাক্স হয়ে যাবে আর্জেন্টাইনরা। কিন্তুু মেসিদের রিলাক্স হওয়ার কোনো সুযোগ ছিলো না। উল্টো ট্রফির ক্ষুদা আরো বেড়ে যায়।
ইতিহাসে সর্বোচ্চ ১৬তম বার কোপাআমেরিকার শিরোপা জেতার পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজই এমন কথা বলছেন। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার ইতিহাসে সর্বোচ্চবার কোপা জিতলো দলটি।
বিশ্বকাপের মতো এবারো শিরোপা জয়ে বড় অবদান এমির। ম্যাচ শেষে জানিয়েছেন, শিরোপা জয়ের তৃষ্ণা মোটেও কমেনি। যদিও অনেকে মনে করেছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা শিরোপার দিকে বেশি নজর দেবে না। তিনি বলেন, ‘দুইবার চ্যাম্পিয়ন হতে পারা এই দলটার জন্য সুন্দর একটা ব্যাপার। আমরা দেশের মানুষদের আরও একবার আনন্দ দিতে চেয়েছিলাম। এর জন্য অনেক কষ্ট করেছি। তারা ভেবেছিল চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা রিল্যাক্স (বিশ্রাম) করবো। কিন্তু আমরা দেখিয়েছে কী ধরনের দল এটা।’
কলম্বিয়া ভালো খেলেছে জানিয়ে এমি বলেন, ‘কলম্বিয়া খুব ভালো খেলেছে। ওদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত। আমরা এখন স্পেনের বিপক্ষে ফিনালেসিমা খেলবো। আরও একটা শিরোপা জেতার সুযোগ। এটা দেখিয়েছে যে আমাদের সবকিছু আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post