নিজস্ব প্রতিবেদকঃ ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সব ঠিক থাকলে ১৯ জানুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টের। দেড় মাস ব্যাপী এই আসর শেষ হবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। টুর্নামেন্টকে সামনে রেখে সবার আগে মাঠে নেমে পড়ল রংপুর রাইডার্স।
৯ জানুয়ারি, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে রাইডার্সরা। এদিন বিকালে দেশি ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করেন কোচ সোহেল ইসলাম। যেখানে যোগ দেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এছাড়াও নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আবু হায়দার রনি, ফজলে রাব্বিরা ছিলেন।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং ওয়ার্ম আপ সব জায়গাতেই নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। যদিও দেশিদের মধ্যে সবাই যোগ দেননি। তবে ধীরে ধীরে যোগ দেবেন তারা। বিদেশিরা ধীরে ধীরে আসবে। গেল বারের মতো এবারও নিজেদের মাঠ বসুন্ধরায় অনুশীলন করবে রাইডার্সরা।
এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল রংপুর। দেশিদের মধ্যে সাকিব-সোহান-হাসানরা যেমন আছেন, তেমনই বিদেশিদের মধ্যে আছেন বাবর আজম, নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবীদের মতো ক্রিকেটার। যদিও সব বিদেশিকে একসাথে পাবে না দলটি। একেকজন যাবেন, একেকজন আসবেন এমনটাই হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post