স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে কোনো চোট না থাকলেও জায়গা হয়নি পাওলো দিবালার। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রীতি ম্যাচে ৯ জুন ইকুয়েডর ও পাঁচদিন পর গুয়াতেমালার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
আসন্ন প্রীতি ম্যাচের আগে আমেরিকায় অনুশীলন শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। আর সেখানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন আর্জেন্টিনা দলে দিবালার জায়গা না পাওয়ার কারণ। স্কালোনি বলেন, ‘আমাদের বিশেষ স্নেহের একজন দিবালা। তবে আমরা সব সময়ই বলি, সবার আগে দল। বর্তমান পরিস্থিতিতে কিছু পজিশনে আমাদের সমস্যা রয়েছে। তাই তাকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি সে আমাদের কি দিতে পারে। পুরো পৃথিবীর সব ব্যথা নিয়েও আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
এদিকে আর্জেন্টিনা দলে জায়গা পাবেন না, কল্পনাও করেননি দিবালা। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়েছে, এই বছর আমি কিছু ভালো পারফরম্যান্স করেছি। স্কোয়াডে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তাই এটা (দলে জায়গা না পাওয়া) আমার জন্য খুব কঠিন ধাক্কা ছিল। কারণ, জাতীয় দলের অংশ হওয়া সবচেয়ে সেরা প্রাপ্তিগুলোর একটি। তবে আমি এটাও বুঝতে পারছি, দল নির্বাচন করা কোচের জন্যও কঠিন কাজ। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। তিনি অবশ্যই দলের জন্য সেরাদেরই বেছে নিয়েছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post