স্পোর্টস ডেস্কঃ গত তিন বছরে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি জিতেছেন কোপা আমেরিকা, কোপা ফিনালেসিমা ও বিশ্বকাপ। একটা সময় ‘কিছুই’ না জেতার এই মহাতারকার নামের পাশে এখন জ্বলজ্বল করছে একাধিক বৈশ্বিক ট্রফি। তাই বর্তমান সময়টা উপভোগ করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টিনা জাতীয় দলে মেসি আর কত দিন খেলবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই ব্যাপারে মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
সম্প্রতি এমবিসি-এর ‘বিগ টাইম পডকাস্টে’ প্রিয় ফুটবলকে বিদায় জানানোর প্রসঙ্গ উঠতে মন খুলে অনেক কথা বললেন মেসি। আটবারের ব্যালন দ’র জয়ী বললেন, সময়ই বলে দেবে কখন থামতে হবে তাঁকে। মেসি বলেন, ‘সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না আমি ভীষণ আত্ম-সমালোচক। আমি জানি, কখন আমি ভালো (অবস্থায় থাকি), কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি…এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নিব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কেননা, আমি এটাই পছন্দ করি এবং জানি, সেটা কিভাবে করতে হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post