স্পোর্টস ডেস্কঃ গেল ১৪ আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছে পাকিস্তান। আর এমন দিনে নিজেদের সব অর্জন নিয়ে ভিডিও প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই ভিডিওতে ছিল না পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের মূহুর্ত ১৯৯২ বিশ্বকাপ জয়ের ছবি।
সেই বিশ্বকাপে ইমরান খান ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। দেশটির কিংবদন্তি, বিশ্বকাপজয়ী অধিনায়ককে ভিডিওতে না রাখার কারণ স্পষ্ট। রাজনৈতিক বৈরিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভিডিওতে রাখা হয়নি। তবে এই নিয়ে তীব্র সমালোচনা হয়েছে।
খোদ ওয়াসিম আকরাম পর্যন্ত সমালোচনা করেছেন। এক বার্তায় তিনি জানান, তার কাছে জীবনের সবচেয়ে বড় ধাক্কা এটি। দ্রুত ভিডিও সরিয়ে ফেলে ক্ষমা চাইতে বলেন আকরাম। টনক নড়ে পিসিবিরও। দ্রুতই ভিডিও সরিয়ে নিয়ে নতুন ভিডিও আপলোড করে পিসিবি। আড়াই মিনিটেরও কিছু বেশি সময়ের ভিডিওতে ছিল ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের ছবিও।
এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে পিসিবি। নিজেদের পক্ষে সাফাই গেয়ে পিসিবি জানায়, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে পিসিবি প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে ২০২৩ সালের ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটি ছিল সংক্ষিপ্ত, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়ে গিয়েছিল। পূর্ণাঙ্গ ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post