স্পোর্টস ডেস্ক:: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর আইপিএল নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ভারতীয় ক্রিকেটাররাও আকারে ইঙ্গিতে দায় চাঁপিয়েছেন আইপিএলের ঘাড়েই। অজি ক্রিকেটাররা যখন ফাইনালের প্রস্তুুতি নিচ্ছিলেন, ভারতীয় ক্রিকেটাররা তখন মেতে ছিলেন আইপিএলে।
ফলাফলও হাতে নাতে পেয়েছে ভারত। ব্যাট হাতে আইপিএলময় দুই ইনিংসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হার অজিদের কাছে। কিন্তুু ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী আইপিএলকেই এগিয়ে রাখছেন। তার কাছে বিশ্বকাপের চেয়েও বড় আইপিএল।
ভারতের সাবেক এই ক্রিকেটারের জানিয়েছেন, আইপিএল জেতার চেয়ে বিশ্বকাপ জেতা সহজ। ৪/৫ ম্যাচ খেললেই বিশ্বকাপ জেতা যায়, তবে আইপিএল জিততে হলে ১৭/১৮ ম্যাচ খেলতে হয় বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আইপিএল জেতা সহজ কোনো কাজ নয়, এটি অনেক কঠিন টুর্নামেন্ট। এটি জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। কারণ এখানে ১৪টি ম্যাচ খেলার পর প্লে-অফে যেতে হয়। বিশ্বকাপে হয়ত ৪-৫ ম্যাচ খেলেই সেমিফাইনালে যাওয়া যায়। আইপিএল জিততে হলে ১৭টি ম্যাচ খেলতে হবে।’
অধিনায়ক রোহিত শর্মা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে না পারলেও পাঁচটি আইপিএল জিতেছেন জানিয়েছে সৌরভ আরো বলেন, ‘বিরাটের (কোহলি) পর যেমন অধিনায়ক দরকার ছিল সে হিসেবে রোহিতই সেরা পছন্দ। সে আইপিএলে পাঁচটি শিরোপা জিতেছে। আন্তর্জাতিক পর্যায়েও বেশ ভালো করেছে। সে সেরা অধিনায়ক। তার নেতৃত্বে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছি, যদিও হেরে গেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post