স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচটি হবে মহারাষ্ট্রের পুনেতে। এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে চোট পান বিশ্ব সেরা অলরাউন্ডার। ফলে নিশ্চিত নয় তাঁর খেলা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে লম্বা সময় ব্যাটিং করেছেন সাকিব। যদিও বোলিং করেননি তিনি। বুধবারও সাকিবের আরেকটি স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানিয়েছেন, ‘সে (সাকিব) গতকাল ব্যাটিং সেশন করেছে। রানিং বিটুইন দ্য উইকেটও করেছে। আজ আমরা তার একটি স্ক্যান করিয়েছি। আমরা অপেক্ষা করছি ফলাফলের জন্য। এই মুহূর্তে সে ঠিকঠাক আছে। আমরা বোলিংয়ের দিকটায় চেষ্টা চালাইনি। কাল সকালে আমরা আবার এসে তাকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’
হাথুরু আরও জানান, ‘সে যদি খেলার জন্য প্রস্তুত না থাকে তাহলে সে ম্যাচটা স্কিপ করতে পারে। তবে যদি সে প্রস্তুত থাকে তাহলে তার খেলার সম্ভাবনা আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post